কর্নেল অলির ছেলেকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত ও এনসিপি প্রার্থী

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের ছেলে ও দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মদ হাসান আলী।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুহাম্মদ হাসান আলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন দলের সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জানিয়ে খবরের কাগজকে বলেন, আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নেতা-কর্মীদের নিয়ে এই আসনে জোটের প্রার্থীর পক্ষে কাজ করব।

এ বিষয়ে জানতে মুহাম্মদ হাসান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন, জোটগত আসন সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের দলের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল।

মন্তব্য করুন

Your email address will not be published.