নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে চরম অস্থিরতা বিরাজ করছে। হোয়াইক্যং সীমান্তের ওপারে শক্তিশালী বোমা বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে এপারের অন্তত আট হাজার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে শুরু হওয়া এই বিস্ফোরণের তীব্রতায় সীমান্ত লাগোয়া বাড়িঘরগুলো বারবার কেঁপে উঠছে।
জানা গেছে, নাফ নদীতে জেগে ওঠা তোতার দিয়া, হাসিমের দিয়া, বিলাসী দ্বীপ ও হউসের দিয়ার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দেশটির রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা), নবী হোসেন বাহিনী এবং আরাকান আর্মির সঙ্গে আরএসও’র মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই সংঘাতের রেশ ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদীতে মাছ ধরার সময় মো. আলমগীর নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে নাফ নদী ও চিংড়ি ঘেরে মাছ ধরতে যাওয়া হাজারো জেলে বর্তমানে প্রাণভয়ে রয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম জানিয়েছেন, সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং গুলিবিদ্ধ জেলের পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহিরুল ইসলাম জানান, ওপারে গোলাগুলি চললেও বিজিবি সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে। কিছুদিন শান্ত থাকার পর মিয়ানমার সীমান্তের এই আকস্মিক অস্থিরতা স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রাকে ঝুঁকিতে ফেলেছে।