ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার সদরে ঈদগাঁওতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে পুলিশ। সচেতন মহলের অভিযোগের ভিত্তিতে ২৭শে মে ঈদগাঁও থানা পুলিশ এ অভিযানে নেমেছে।
তারই ধারাবাহিকতায় ঈদগাঁও স্টেশনের সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সের ছাদ থেকে ৬ জন কিশোরকে সন্ধ্যায় থানা হেফাজতে নিয়ে যান পুলিশ।
পরে রাতে ভবিষ্যতে কোন অপকর্মে জড়াবে না, কোথাও আড্ডা দেবে না, ধূমপান থেকে বিরত থাকবে- এ মর্মে স্বীকারোক্তি নিয়ে তাদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় দেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, বাস স্টেশন ও বাজারের কয়েকটি মার্কেটে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধূমপান, আড্ডাবাজি সহ নানা অপকর্মে লিপ্ত থাকে। পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে। ভবিষ্যতে অন্যান্য মার্কেটে ও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়। থানা হেফাজতে নেওয়া অধিকাংশই এলাকার অভিজাত পরিবারের সন্তান। এদের কেউ কেউ পড়ালেখা করে আবার কেউ কেউ নানা কারণে পড়ালেখা থেকে বিরত রয়েছে।