বাঁশখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন

বাশঁখালী প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবার গুলোর মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৮ মে) সকাল ১১ টায় পু্ঁইছুড়ি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সমাজসেবক এম.এ কাশেমের ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২২ মে) গভীর রাতে পুইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেলিয়াকাটা এলাকায় অগ্নিকান্ডে ১৭ পরিবারের ৮টি বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় নানার বাড়িতে বেড়াইতে আসা সাইমা (৭) নামের এক শিশু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এ সময় তিনি বলেন,আমার এলাকায় গত ২২ মে ১৭ টি পরিবার ৮ টি বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। তারা বর্তমানে সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। আমি যতটুকু সম্ভব আমার নিজস্ব অর্থায়নে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র দিয়ে তাদের পাশে এসে দাড়িয়েছি। এসব ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর পাশে দাড়ানোর জন্য এলাকান বিত্তবান দের প্রতি তিনি অনুরোধ জানান।

 

মন্তব্য করুন

Your email address will not be published.