উত্তর সাতকানিয়ায় রাহীর নেতৃত্বে চলছে সদস্য সংগ্রহ অভিযান

 

সাতকানিয়া প্রতিনিধি: উত্তর সাতকানিয়ায় রাহীর নেতৃত্বে চলছে সদস্য সংগ্রহ অভিযান

আজ ৪ই জুন(শুক্রবার) সকালে উত্তর সাতকানিয়ার প্রতিটি ইউনিয়নে এই সদস্য সংগ্রহ অভিযান চালায় চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহসভাপতি মোঃ শফিকুল ইসলাম রাহী।

এবিষয়ে রাহী বলেন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা) স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ইউনিয়ন গুলোর আহবায়ক কমিটি গঠন কল্পে কর্মী সংগ্রহ চলছে।
আজ কেওচিয়া ইউনিয়নের কিছু ফরম আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা হয়। খুব শীঘ্রই কেওচিয়া, বাজালিয়া, পুরাণগড়,ধর্মপুর, কালিয়াইশ ও খাগরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হবে।

তিনি আরো বলেন,যারা কমিটিতে থাকতে আগ্রহী অতিসত্বর আহবায়ক ফৌজুল কবির রুবেল ও সদস্য সচিব ওবাইদুল আরফাত এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.