নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীর পুরালিয়া খাল থেকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার এসআই ইরফান রাজীব।
আজ শুক্রবার দুপুরে উপজেলার পুরালিয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটি পুরুষ না মহিলা তা এখনো নিশ্চিত করা যায় নি।
তিনি বলেন, আজ দুপুরে দিকে পুরালিয়া খাল থেকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাকে চেনার কোনো উপায় নেই। আমরা লাশ উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।