লোহাগাড়ায় ইয়াবা কারবারীসহ আটক ৩

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ মাদক কারবারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০হাজার ৩০০পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃতরা হল কক্সবাজার জেলার নতুন বাহারছড়া এলাকার আবুল বশরের পুত্র ইকরাম হোসেন(৪২), উখিয়া কুতুপালং এলাকার মৃত আবদুর রহমানের পুত্র জাহেদ হোসাইন(৩৯) এবং লোহাগাড়ার পদুয়া মৌলভী পাড়ার মৃত রফিক আহম্মদের পুত্র খালেদ(২৭)।

লোহাগাড়া থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ই জুন রাতে এসআই গোলাম কিবরিয়া ও এসআই দুলাল বাড়ৈর নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ইকরাম ও জাহেদ হোসাইনের কাছ থেকে ১০হাজার পিচ ইয়াবা এবং পদুয়া সিকদার দিঘীর উত্তর পার্শ্বে জাফরের চায়ের দোকানে অভিযান চালিয়ে খালেদের কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩জন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১১জুন সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.