ঈদগাঁও প্রতিনিধি
বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের জেলা শাখার সভাপতি মোঃ শোয়াইবুল কবীর ইফাদের মৃত্যুতে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
১১ই জুন সকালে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনাতনে এ সংগঠনের আয়োজনে রাশেদুল ইসলামের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শাহেদ আলমের পরিচালনায় স্বরন সভা এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ডেন্টিস্ট আ.ন.ম মাজহারুল হক রিগান,বায়েজিদ, নুর মোহাম্মদ, প্রভাস পাল, সাইদি,আবু তাহের টিপু, তারেকুল ইসলাম,হুমায়ুন রশিদ,সাকিব মিরাজ, বিএমএসএফের ঈদগাঁও থানা শাখার সাধারন সম্পাদক এম আবু হেনা সাগরসহ অনেকে।
স্বরন সভায় বক্তারা বলেন, সংগঠনের প্রয়াত সভাপতি ইফাদ সাংগঠনিক ও চারিত্রিক ভাবে সফলসহ পরোপকারীও ছিলেন।
সভা শেষেই পোকখালীর পশ্চিম গোমাতলীস্থ তার কবর জেয়ারত করেন সংগঠন নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ৪জুন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট কক্সবাজার জেলা শাখার সভাপতি ইফাদ সড়ক দূর্ঘটনায় মারা যান।