সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দলিল হস্তান্তর

সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর দলিল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডকে গত ১৭ জুন বৃহস্পতিবার বেলা ১২.০০টায় হস্তান্তর করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি’র হাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দলিল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি আল বশিরুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিছ ফাতেমা মৌসুমি, এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, টিকাদার এটিএম সাইফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার মো: হুমায়ুন কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতিক কমান্ডার নুরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.