সাতকানিয়া-দোহাজারী প্রীতি ম্যাচে দু’পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ফুটবল খেলায় ফাউল করাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। এ ঘটনায় আহতদের দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুন) বিকেলে উপজেলার দিয়াকুল আশ্রয়ণ প্রকল্পের মাঠে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ও দোহাজারী পৌরসভার রায়জোয়ারা টিমের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

আহতরা হলেন রায়জোয়ারা এলাকার আব্দুল মজিদের ছেলে মো. আরিফ (১৮), একই এলাকার রফিকের ছেলে মেহেদি হাসান বাবু (১৮), ওছমানের ছেলে রিদোয়ান (১৬), আদর্শগ্রাম এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. রিদয় (১৭), শামছুল আলমের ছেলে চানজু (১৯), আব্দুল হামিদের ছেলে মো. আছিফ (১৬), আদর্শগ্রামের রমিজ উদ্দীনের মেয়ে নুরনাহার বেগম (২৭), কামরুন নাহার (২১), মোছা. পারভীন আক্তার (১৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাগরিয়া ও রায়জোয়ারা টিমের মধ্যে প্রীতি ফুটবল খেলা চলছিলো। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ১-১ গোলে উভয় দলের মধ্যে সমতা বিরাজ করছিলো। দ্বিতীয়ার্ধের এক পর্যায়ে রায়জোয়ারা টিমের রিফাত বল নিয়ে খাগরিয়া টিমের গোল অভিমূখে যাওয়ার সময় খাগরিয়া টিমের সাগর তাকে বিপদজনকভাবে ফাউল করে। এর জের ধরে দু’পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কিলঘুষি ও মারপিট শুরু হয়। পরে খাগরিয়া টিমের কয়েকজন খেলোয়াড়কে বহনকারী একটি অটোরিকশা আটকের ঘটনাকে কেন্দ্র করে ফের আশ্রয়ণ প্রকল্পে বসবাসরতদের সাথে রায়জোয়ারা টিমের খেলোয়াড়দের ফের মারামারি হয়। মারামারিতে উভয়পক্ষের ৯ জন আহত হয়।

আহতদের দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির সরকার বলেন, ‘ঘটনার ব্যাপারে কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.