চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে

সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিবৃতিতে কমিটি বিলুপ্ত করা হয়।

২০১৭ সালের ১৪ অক্টোবর আংশিক কমিটির নাম ঘোষণা করেছিলো কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সময় অনুমোদিত কমিটিতে এস.এম. বোরহান উদ্দিন সভাপতি ও আবু তাহের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসেন ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছিলেন।

পরে ২০২০ সালের ৭ মার্চ ২৭৬ বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রিয় ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগের দক্ষিণ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো

এদিকে কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়ে ওঠেন। অনেকে তাঁদের পছন্দের নেতা-কর্মীকে শীর্ষ পদে দেখতে চেয়ে পোস্ট দেন। সদর উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও দীর্ঘদিন ধরে তৃণমূলে কাজ করা নেতাদের অনুসারীরা প্রচারণা চালাতে শুরু করেছেন।

তবে কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বশীল এক নেতা দাবী করেন প্রচারিত সংবাদটি ভূয়া,কমিটি বাতিলের কোন সিদ্ধান্ত তার জানা নেই।

মন্তব্য করুন

Your email address will not be published.