লোহাগাড়ায় ভাবির ছুরিকাঘাতে দেবর খুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ভাবির ছুরিকাঘাতে মোহাম্মদ ইউনুস (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ বুধবার রাতে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা জাঙ্গলী পীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহাম্মদ ইউনুস ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রফিক উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িতে তর্কাতর্কির এক পর্যায়ে ভাবির ছুরিকাঘাত জখম করেন ইউনুসকে। এতে তাঁর রক্তক্ষরণ হলে স্থানীয়া তাঁকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ভাবির ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.