আনোয়ারায় মহিলা মেম্বারের ঘর পুড়ে ছাই,৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে জাহেদা বেগম নামে এক সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের বসতঘর পুড়ে আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) রাত ৩ টার দিকে উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ পরুয়াপাড়া জাহেদ তালুকদারের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে ততক্ষণে বাড়ি টা পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সুত্রপাতের বিষয়ে ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য জাহেদ বেগম জানান, শুক্রবার ভোররাত ৩ টায় বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে আমরা পরিবারের সদস্যরা কোন মতে প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে পারলেও ঘরে থাকা নগদ ১ লক্ষ ১২ হাজার টাকাসহ আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ সৈকত জানান, রায়পুর ইউনিয়নে ইউপি সদস্যের বাড়ীতে অগ্নিকান্ডের বিষয়ে আমাদের কাছে কোন ফোন আসেনি। তাই এই বিষয়ে কোন তথ্য আমাদের কাছে নেই।

মন্তব্য করুন

Your email address will not be published.