১৯ আগস্ট থেকে খুলছে সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রোধে টানা ১৯ দিন বিধিনিষেধের পর এবার খুলতে যাচ্ছে দেশের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র। অর্ধেক ধারণ ক্ষমতা ব্যবহার করে আগামী ১৯ আগস্ট থেকে পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার খোলার আদেশ দিয়েছেন সরকার। ১২ আগস্ট (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামি ১৯ আগস্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ‌্যবিধি মেনে মাক্স পরিধান করে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। এছাড়া, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র উল্লিখিত শর্ত অনুযায়ী খোলা রাখা যাবে। অন্যথায় যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট দায়িত্বরত কর্তৃপক্ষ আইনগত ব‌্যবস্থা নিতে বাধ্য থাকিবে।

মন্তব্য করুন

Your email address will not be published.