সাতকানিয়া পৌর নির্বাচন: কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর যারা নির্বাচিত

মো. ইকবাল হোসেন

চতুর্থ ধাপের নির্বাচনে সাতকানিয়া পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। যদিও সামান্য বিচ্ছিন্ন ঘটনায় সাধারণ মানুষ খুশি প্রশাসনের সরব উপস্থিতিতে । রোববার ১৪ ফেব্ররুয়ারি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কাগজের ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মেয়র পদে কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মোহাম্মদ জোবায়ের নির্বাচিত হয়েছেন।
ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে তাদের পছন্দের কাউন্সিলর প্রার্থীকে ভোট দিয়েছেন।

এই নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনির উপস্থিতি দেখে প্রশংসিত হয়েছে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা। বিকাল চারটার পর শুরু হয় ভোট গণনা। এরপর সন্ধা আট টায় উপজেলা হল রুমে কাউন্সিলর ও সাংবাদিকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও আবদুস সালাম চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) আল বশিরুল ইমলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এই নির্বাাচনে যাঁরা নির্বাচিত হলেন, ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এনামুল কবির, ২ নম্বর ওয়ার্ডে মো. খোরশেদ আলম, ৩ ওয়ার্ডে এ কে এম মোরশেদ, ৪ নম্বর ওয়ার্ডে আবু বকর সিদ্দিক, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আরিফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে সাইফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে আরাফাত উল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ রাসেল উদ্দিন ও ৯ নম্বর ওয়ার্ডে মো. আবদুল হালিম নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মাছুমা বেগম, ২ নম্বর ওয়ার্ডে শাহনাজ পারভীন ও ৩ নম্বর ওয়ার্ডে আফরোজা আক্তার শারমিন নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.