সীতাকুণ্ডে ১০ লাখ টাকার চোরাই বিটুমিনসহ আটক ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০ লাখ টাকা মূল্যের চোরাই বিটুমিনসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৪৫০ লিটার বিটুমিন, একটি বড় লোহার তৈরি ট্যাংক, গ্যাস সিলিন্ডার, বিটুমিন সরবরাহের পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়।

সোমবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাবাজার এলাকার সুকতার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মো. ইরফান (২৩), ইসরাফিল হাসান (২৩) এবং মো. শাহআলম (৬২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল জানান, ৪-৫ বছর ধরে বিটুমিন চোরাকারবারীর একটি সিন্ডিকেট সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে তেল চুরি করে তা কম দামে বেচাকেনা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে সীতাকুণ্ডের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৪৫০ লিটার বিটুমিনসহ তিন চোরাকারবারীকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। এসময় একটি বড় লোহার তৈরি ট্যাংক, গ্যাস সিলিন্ডার, বিটুমিন সরবরাহের পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিভিন্ন উপায়ে চুরি করা বিটুমিন মজুদ করে বেচাকেনা করে আসছে বলে স্বীকার করেছে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.