সন্ধানীর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মেরিন ব্লাড ফর লাইফ

মেরিন ব্লাড ফর লাইফ শিরোনামে বাংলাদেশ মেরিন একাডেমির আয়োজনে গতকাল রবিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ মেরিন একাডেমির ১২৯ জন ক্যাডেট ও কর্মকর্তা।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির চিফ কমান্ডেন্ট ড. সাজিদ হোসেন। ক্যাডেটদের উদ্দেশ্যে সন্ধানীর ইতিহাস তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. শুভ্র প্রকাশ দত্ত।

উল্লেখ্য, গত ৫ বছর ধরে বাংলাদেশ মেরিন একাডেমি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে আসছে। এতে ২০১৯ সালে রক্তদানের পরিমাণ ছিল ২২২ ব্যাগ, ২০১৮ সালে ৯৭ ব্যাগ, ২০১৭ সালে ৯৮ ব্যাগ এবং ২০১৬ সালে ছিল ১৭৩ ব্যাগ।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শেষে মেরিন একাডেমির ক্যাডেট, কর্মকর্তা ও সন্ধানীর সদস্যরা।

মন্তব্য করুন

Your email address will not be published.