বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে চেয়ারম্যান- মেম্বার প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা, রাস্তা বন্ধ করে শোডাউন, নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা,দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করার অভিযোগে পৃথক পৃথক ভাবে পুকুরিয়া ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান ও দুইজন সাধারন সদস্য প্রার্থী এবং সাধনপুরে দুই জন সাধারন সদস্য প্রার্থী প্রত্যেক কে ১০ দশ হাজার টাকা করে এবং সাধনপুরে অপর এক সদস্য প্রার্থীকে পাঁচ হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (০২ মে) বিকাল ৪ টা থেকে রাত সাড়ে ৯ টা পযর্ন্ত বাঁশখালী উপজেলার পুকুরিয়া ও সাধনপুর ইউনিয়নে নির্বাচনীয় আচরণ বিধিমালা নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করে নির্বাচনি প্রচারণা চালানোর অপরাধে মাইক ব্যবহার করা,দেয়ালে পোস্টার লাগানো, রাস্তা বন্ধ করে শোডাউন, ও আলোকসজ্জা করায় পুকুরিয়া ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন সাধারণ সদস্য পদপ্রার্থী এবং সাধনপুর ইউনিয়নে ২ জন মেম্বার প্রার্থীকে প্রত্যেকে ১০(দশ) হাজার টাকা করেএবং অপর এক সদস্য প্রার্থী কে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, রাত আটটার পর বিধিবহির্ভূতভাবে মাইকে প্রচারণা চালানো,রাস্তা বন্ধ করে শোডাউন, নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা,দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করার সময় পুকুরিয়া ও সাধনপুর ইউনিয়নে প্রার্থীর নির্বাচনীয় প্রচারণায় জরিমানা সহ দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার,তোরণ অপসারণ করা হয়। পরবর্তীতে তিন চেয়ারম্যান প্রার্থী ও ৪ সাধারণ সদস্য প্রার্থীকে মোট ৭৫ (পঁচাত্তর হাজার টাকা) জরিমানা করা হয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।