হাটহাজারীতে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে পালিত হয়েছে। এর আগে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এসময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পন। তাদের লেখনির মাধ্যমে এলাকার দুর্ভোগ যেমন উঠে আসে তেমনি দুর্ভোগ লাঘবে প্রশাসন কাজ করতে পারে। সাংবাদিকরা সমাজের গভীরে গিয়ে যে তথ্য তুলে আনে তা অন্যদের দ্বারা অনেকটা অসম্ভব। যায়যায়দিনের প্রতিনিধিসহ হাটহাজারীর সকল সাংবাদিকদের সফলতা কামনা করেন তিনি। হাটহাজারী প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ, নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ন. ম জিয়া চৌধুরী, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আতাউর রাহমান। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক উজ্জ্বল নাথ, মোঃ আলমগীর হোসেন, মোঃ জাহেদুল আলম, মোঃ পারভেজ, মোঃ একরাম হোসেন, মোঃ আবু সাহেদ, সুমন পল্লব, আবুল মনছুর, কুতুব উদ্দিন, আসাদুজ্জামান শাকিল, মোঃ গিয়াস উদ্দিন, নাজিম উদ্দিন আরাফাত হোসেন প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.