বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে গণভোট ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, গণভোট বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির করার লক্ষে ব্যাপক প্রচার করতে হবে। সর্বস্তরে সাধারণ জনগণের প্রচারে খবর দোড়গোড়ায় পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি হেডম্যান, কারবারী, ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের প্রতি পরামর্শ দেন বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি।
গতকাল সোমবার (১২ জানুয়ারী ২৬) আয়োজিত অন্ষ্ঠুানের উপজেলা সহকারি শিক্ষার কর্মকর্তা মংসিংনু মারমার সভার সঞ্চালনায় সভাপতিত্ব করেন, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা তাজমিন আলম তুলি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি কলেজে অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ূন কবীর, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনির্মল বড়ুয়া। এসময় অনুষ্ঠানের ব্যক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ এসানুল হক।
অনুষ্ঠানের স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রায় ৩ শতাধিক নর-নারী অংশ নেন। আলোচনা সভার শেষে গণভোট বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির করার লক্ষে ব্যাপক প্রচার করতে লিভলাইফ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক।