চট্টগ্রাম উত্তর বনবিভাগ: উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে আহত ৪জন,ঘটনায় মামলা দায়ের

সহযোগিতা করতে গিয়েই হামলার শিকার রেঞ্জার বাচ্চু মিয়া-

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বনভূমিতে উচ্ছেদ অভিযান চালানোর পর স্থানীয়দের হামলায় বন বিভাগের ৪ কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন।

গত শনিবার(১০ই জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নারায়ণহাট রেঞ্জের অন্তর্ভুক্ত ধুইল্লাছড়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শফিকুল ইসলাম চট্টগ্রাম সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—সহকারী বন সংরক্ষক খান মো. আবরারুর রহমান, ফরেস্ট রেঞ্জার মো. বাচ্চু মিয়া, ফরেস্ট গার্ড খন্দকার মাহফুজ আলী এবং এক্সকেভেটর চালক বিপ্লব।

তাদের(আহতরা) প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বন বিভাগ।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন বলে সূত্র জানিয়েছে।

পরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ডিএফও শফিকুল বলেন, ‘শাহ আলম নঈমি ও হারুন মাস্টারের নেতৃত্বে একদল দখলদার নারায়ণহাট রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে পাহাড় কেটে মাদ্রাসার নামে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল।

এ কারণে স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে বন বিভাগের একটি দল অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে।’

‘উচ্ছেদ শেষে ফেরার পথে এলাকায় মাইকে গুজব ছড়ানো হয় যে একটি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। এরপর প্রাণঘাতী অস্ত্র নিয়ে একদল স্থানীয় বন বিভাগের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় আটকা পড়া ৪ জন বিক্ষুব্ধ জনতার মারধরের শিকার হন,’ যোগ করেন তিনি।

ফটিকছড়ির নারায়ণ হাট রেঞ্জ’র রেঞ্জার আনিছুর রহমান, এ ঘটনায় ৮জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৫০/৬০জনের বিরুদ্ধে   মামলা করা হয়েছে।

অপরদিকে জানা যায়, যে রেঞ্জে এই ন্যাক্কারজনক ঘটনা  ঘটে ওই রেঞ্জের দায়িত্ব প্রাপ্ত ছিলেননা আহত রেঞ্জার বাচ্চু মিয়া, মূলত তিনি চট্টগ্রাম উত্তর বনবিভাগের উর্ধ্বতন কর্মকতাদের নির্দেশে স্পটে(ঘটনাস্থলে) বনবিভাগকে সহযোগিতা করতে গিয়েই তিনি(বাচ্চু মিয়া) আহত হন বলে জানা যায়।

 

এবং তার বহনকারী গাড়ীটিকেও ব্যাপক ভাংচুর করা হয় বলে সূত্র নিশ্চিত করেছেন।

এদিকে নারায়ণ হাট রেঞ্জ’র রেঞ্জ কর্মকর্তা আনিছুর রহমান  বলেন,যে দূর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা আগে থেকেই চিহ্নিত সন্ত্রাসী।

বেশ কিছুদিন আগেও তাদের অপকর্মের বিরুদ্ধে অভিযান চালায় বনবিভাগ।

তিনি আরো বলেন, আমার রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনভূমি রক্ষা করতে আমরা সর্বোচ্চ বদ্ধপরিকর।

এদিকে ফটিকছড়ি উপজেলার যে বনবিটে এই অপ্রীতিকর ঘটনা ঘটে- ঘটনার বিষয়ে জানার জন্য নারায়ণহাট রেঞ্জের  ধুইল্লাছড়া বনবিট কর্মকর্তা অবণী কুমার রায়কে মুঠোফোনে  কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.