সাতকানিয়ার গাটিয়াডেঙ্গায় প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে !

সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম গাটিয়াডেঙ্গা ৮নং ওয়ার্ডের পেশকার পাড়া এলাকায় সাতকানিয়া আদালতের যুগ্ন জেলা জজ এর নিষেধাজ্ঞা কারী জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠেছে।

সাতকানিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম গাটিয়াডেঙ্গার পেশকার পাড়ার মৃত গোলাম নবীর ছেলে সৈয়দ আহমদ (৫৫), নুরুল ইসলামের ছেলে মো.লোকমান (৪০) বাদী পশ্চিম গাটিয়াডেঙ্গার আবদুল নবীর স্ত্রী ছাবেরা খাতুন এর
মায়ের পৈত্রিক সম্পত্তি’র বিচারাধীন জায়গায় ঘর নির্মাণের সরঞ্জাম নিয়ে ঘর বাধাঁর জন্য প্রস্তুতি নেয়।

সাতকানিয়া থানার এএসআই দীপক এই বিষয়ে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি দখল কাজ বন্ধ করছি। এরপরও শান্তি শৃংঙ্খলা বজায় রাখার জন্য আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এদিকে ভুক্তভোগী মহিলার প্রবাসী ছেলে চট্টগ্রাম সংবাদকে বলেন,আমি বিদেশে থাকি তাই জামাত শিবিরের ক্যাডার পরিবারের লোক সৈয়দ ওরা এলাকায় প্রভাবশালী হওয়ায় আমরা অসহায় অথচ ওখানে নিষেধাঙ্গা ও আছে কিন্তু তারা তাও মানতেছেনা তাই আমার মা সাতকানিয়া থানায় একটা অভিযোগ দায়ের করেছে। এর পরেও তারা থামতেছেনা। আসলে আমরা প্রবাসীরা খুবই অসহায়।

এদিকে নিষেধাঙ্গার বিষয়ে সত্যতা স্বীকার করে সাতকানিয়া আইনজীবি সমিতির সদস্য এডভোকেট মোঃইলিয়াস চট্টগ্রাম সংবাদকে বলেন, মাননীয় আদালতের নিষেধাঙ্গা আছে জায়গার উপর তবুও সৈয়দ গং ওখানে দখল কাজ চালাচ্ছে অথচ সৈয়দ আহমদ গং ওই জায়গার চলমান মামলার বাদী কিংবা বিবাদী কেউ না।

তিনি আরও বলেন, তারা আরেকজনের এজেন্ডা বাস্তবায়নে আমার মক্কেলের উপর জোর খাটাচ্ছে। আমার মক্কেল আদালতের আদেশের কপি নিয়ে থানায় অভিযোগ দিয়েও কোন সুরাহা পাচ্ছেনা।

মন্তব্য করুন

Your email address will not be published.