গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে সাতকানিয়ায় কর্মসূচি

 

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা থেকে নিজ জেলা
গোপালগঞ্জে যাওয়ার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী’র গাড়ী বহরে আওয়ামীলীগ কর্তৃক হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশবিশেষ চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাজালিয়া ষ্টেশনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহী।
উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফৌজুল কবির রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবাইদুল আরাফাত এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির আহমদ , আনোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, আরিফুল ইসলাম ,আমান উল্লাহ, বোরহান উদ্দিন ,মোহাম্মদ আনোয়ার, আবদুল কাদের,জামাল উদ্দিন ,শফিক সহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম রাহী বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা এস এম জিলানী ভাইয়ের গাড়ী বহরে ন্যাক্কারজনক হামলায় এস এম জিলানী ভাই সহ অনেকেই গুরুতর আহত এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার ভাই নিহত হয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার পূ্র্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.