বাঁশখালীতে রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রয়, ট্রাক সহ আটক ২

বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে সরকারের ভর্তুকি মূল্য বিক্রয়ের জন্য সংরক্ষিত টিসিবির পণ্য ট্রাকে করে বিক্রিয় কালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে টিসিবির পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত টিসিবির পণ্যের মধ্য রয়েছে ৬৪০ লিটার সয়াবিন তৈল,৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি ডাল। এই সময় টিসিবির পণ্য পরিবহনকারী ট্রাকের ড্রাইভার ও হেলপার কে আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাত রাত ০১ টার সময় সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে বাঁশখালী উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন,গভীর রাতে সময় সরকারের ভর্তুকি মূল্য বিক্রয়ের জন্য সংরক্ষিত টিসিবির পণ্য ট্রাকে করে বিক্রিয় কালে টিসিবির পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়। এই সময় টিসিবির পণ্য পরিবহনকারী ট্রাকের ড্রাইভার ও হেলপার কে আটক করা হয়। মালামালসহ জব্দকৃত ট্রাক বাঁশখালী থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

মন্তব্য করুন

Your email address will not be published.