ওসি তারেক হান্নানের দুর্দমনীয় অভিযানের থাবা-ইয়াবাকারবারীও ডাকাতসহ ৬জন ধরা

চট্টগ্রামের সাতকানিয়া থানা-

 

সৈয়দ আককাস উদদীন

সাতকানিয়া থানা এলাকায় প্রতিদিনই ধরা খাচ্ছে কোন না কোন ইয়াবাকারবারী।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের    ঠাকুরদীঘির বাজার এলাকায় একটি বাসে তল্লাশি করে আটক করেন ৩৮০০পিস ইয়াবাসহ কারবারিদের।

 

 

আটককৃত কারবারিরা হলেন-কুমিল্লার তিতাসের নুরুল ইসলামের ছেলে সোহাগ(১৯)ও আমির মোল্লার ছেলে আজিজুল মোল্লা(১৭)

মঙ্গলবার (২০শে সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘিস্থ বাজারে একটি বাসে চেকিং করে ইয়াবাকারবারিদের সাতকানিয়া থানার এসআই মুমিন গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের বিষয়ে সত্যতা স্বীকার করে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন-আমি আসার পর থেকেই মাদককারবারিদের অস্তিত্বে আঘাত লেগেছে, ইতিমধ্যে মিডিয়ার কল্যানে তা আপনারা সবাই জানেন।

 

আমি মাদককারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করছি তারই অংশ হিসেবে আমাদের চৌকস-এ্যাডিশনাল এসপি শিবলী নোমান স্যারের নির্দেশনায় থানার ওসি(তদন্ত)শফিকুল ইসলামকে সাথে নিয়ে গতরাতেও মাদকসহ দুইজন কারবারিকে গ্রেফতার করি।


তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা নিয়ে আজকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এছাড়া তিনি আরো বলেন-সাতকানিয়ার কেঁওচিয়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে নুরুল কবির এরশাদ, হাবিব নামে ৩জন ডাকাতকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

এছাড়া চেকের মামলায় সাজা প্রাপ্ত উপজেলার বাজালিয়ার আব্দুল মোনাফের ছেলে মোঃইউসুপকেও গ্রেফতার করা হয়।

তাদেরও যথাযথ প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে

মন্তব্য করুন

Your email address will not be published.