সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া গতকাল ২৯ সেপ্টেম্বর যাত্রীবাহী হানিফ এন্টারপ্রাইজ বাসে (যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকামেট্রো-ব-১৫-৭১১৫) তল্লাশী করে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ। সে পিরোজপুর জেলার নাজিরপুর থানা নৈলতলা চৌঠাইমহল ০৪ নং ওয়ার্ড মৃত ইয়াকুব আলী শেখ এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আতাহার আলী শেখ (৪০), অন্যদিকে একই জায়গায় ভিন্ন অভিযানে ২১০০ (দুই হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউপির মোঃ রবিউল আলম প্রঃ রুবেল (৩০) ও মামুনুর রশিদ (৩০)।
সাতকানিয়া থানার কর্মকর্তারা জানান, আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।