বাঁশখালী প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা । পূজা উৎসব আনন্দ মুখর পরিবেশে পালিত হচ্ছে কিনা তা দেখার জন্য পূজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি। তিনি মহাষষ্ঠীতে উপজেলার বিভিন্ন দুর্গা পূজার মন্দির পরিদর্শন করেছেন। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন ইউয়িনের পূজা মন্দির ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ(বিপিএম) ,জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি, অতিরিক্ত জেলা প্রশাসক(এলএ), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জাহাংগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুজন চন্দ্র সরকার, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ কামাল উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান সহ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর বাবু প্রণব দাশ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাধারন সাম্পাদক ঝুন্টু দাশ সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বক্তারা বলেন, এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙ্গালী জাতীর ঐক্য চেতনার মহা মিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে থাকেন। বিশ্বে এ এক অনন্য নজির। পরিদর্শনে শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুজা উদযাপনের আহবান জানিয়ে পূজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদি অ-সামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন। পরিদর্শন শেষে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার দুর্গা পূজাকে শান্তিপূর্ন করতে সকল ধরনে প্রস্তুতি গ্রহণ করেছে। যে কারণে প্রতিবছরই বাঁশখালীতে পূজা মন্দিরের সংখ্যা বেড়েই চলছে। আমার এই উৎসবকে সার্বজনিন হিসিবে নিয়েছি বলে হিন্দু ধর্মের অবলম্বিরা নির্বিঘে উৎসবটি পালন করে। তিনি বলেন, আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও শান্তি কামনায় সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি।