সাতকানিয়ায়- টেকনাফের নারী মাদককারবারি আটক

নারী-কারবারির বাড়ি টেকনাফে-

 

সৈয়দ আককাস উদদীন 

সাতকানিয়ায় এবার এক নারী ইয়াবা ব্যবসায়ীকে  ২০০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করল সাতকানিয়া থানা পুলিশ।

 

বৃহস্পতিবার( ৭ই অক্টোবর) গভীররাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঠাকুর দীঘি বাজারস্থ একটি পাম্পের সামনে থেকে যাত্রীবাহী বাসে চৌকি তল্লাশি বসিয়ে সাতকানিয়া থানার এসআই ইকরাম ইয়াবাসহ  এই মহিলা কারবারিকে আটক করেন।

 

আটকৃত মহিলা ইয়াবাকারবারী হলেন কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের মেয়ে এবং একই এলাকার মৃত মো:হোসেনের স্ত্রী মরিয়ম খাতুন।

 

আটককৃত নারী ইয়াবাকারবারি মরিয়ম খাতুনকে গ্রেফতারের বিষয়ে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন-চট্টগ্রাম জেলা পুলিশের এসপি স্যারের নির্দেশনায় সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান স্যারের সার্বিক তত্বাবধানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঠাকুর দীঘিস্থ একটি যাত্রীবাহি বাসে আমাদের সাতকানিয়া থানার চৌকস অফিসার ইকরাম উজ্জামানসহ একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের মরিয়ম খাতুন নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.