পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
শীত গরীবের কাছে অত্যন্ত দুর্ভোগ ও বিড়ম্বনার। গ্রামগঞ্জে শীতবস্ত্রহীন মানুষগুলো বড় কষ্ট করে অতিবাহিত করে শীতার্ত প্রহর।
ঠাণ্ডায় প্রাণহানিও শীতকালের নিত্যনৈমিত্তিক ঘটনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগের নতুন মাত্রা যোগ করেছে শৈত্যপ্রবাহ। শীতের আগমন যেন গরিবের জন্য অভিশাপ।
শীত আসার সঙ্গে সঙ্গে বেড়ে যায় এসব মানুষের বেঁচে থাকার সংগ্রাম। একটি কাঁথা কিংবা কম্বল দিয়ে শীত নিবারণ করা যেন তাদের কাছে অনেক কিছু।
ঢাকাসহ দেশের বড় বড় শহরের ফুটপাতগুলোতে বেড়ে যাচ্ছে ঠিকানাবিহীন অসহায় মানুষের সংখ্যা। যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের জন্য শীত মানে ভয়াবহ দুঃসংবাদ।
রবিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পটিয়া উপজেলার মালিয়ারা ইউনিয়ন যুবদলের উদ্যোগে মালিয়ারা স্কুলের মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব মন্তব্য করেন।
এসময় পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,জিরি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ইব্রাহিম সওদাগর,বক্তব্য রাখেন,
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইয়াছিন আরাফাত,যুগ্ম আহ্বায়ক ইমরানুল হক বাহাদুর,বিএনপি নেতা
আহমেদ হোছাইন, মোঃ আব্দুল হামিদ, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক মশিউজ্জামান মিঠু,উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিপলু সহ নেতৃবৃন্দ।