বেঙ্গল ব্যাংক আনোয়ারা শাখার বিজনেস ইনচার্জ হিসাবে যোগ দিয়েছেন আজাদ মঈনুদ্দীন

আনোয়ারা প্রতিনিধি: নতুন প্রজন্মের ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আনোয়ারা শাখায় বিজনেস ইনচার্জ হিসাবে যোগ দিয়েছেন প্রতিশ্রুতিশীল ব্যাংকার আজাদ মঈনুদ্দীন। তিনি এসএমই, রিটেইল ও কর্পোরেট ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে কাজ করবেন। ইতিপূর্বে তিনি দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখায় ক্রেডিট ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ফেব্রুয়ারিতে এই ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ১৩ বছরের ক্যারিয়ারে তিনি নতুন উদ্যোক্তা তৈরি, এসএমই ব্যবসার সম্প্রসারণ ও মন্দ ঋণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যবসা প্রশাসন ও ব্যাংক ম্যানেজমেন্টে স্নাতকোত্তর আজাদ মঈনুদ্দীন অর্থনীতি, ব্যাংকিং ও সমসাময়িক ইস্যুতে নিয়মিত লেখালেখি করেন। তাঁর গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামে। চট্টগ্রাম ও আনোয়ারায় প্রিয়মুখ আজাদ মঈনুদ্দীন এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত। তাঁর হাত ধরে আনোয়ারায় আত্মপ্রকাশ ঘটে মেধাচর্চা কেন্দ্র ক্রিয়েটিভ ট্রাস্ট।

মন্তব্য করুন

Your email address will not be published.