নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের পাশের স্টোররুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অফিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, ভোরে পাঁচলাইশ থানার ভেতরে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, ওসি কক্ষের পাশের স্টোররুমে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তা নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সোর্স :চাটগাঁর চোখ