বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি :
বাঁশখালীতে সেনাবাহিনীর ও র্যাবের যৌথ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে অর্ধ ডজন মামলার আসামী মাওলানা আবুল হাসান ও শওকত ইসলাম নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সরল ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্প সূত্র জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে সেনাবাহিনীর এবং র্যাবের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে। সরল ইউনিয়নে দুইটি বিশৃঙ্খলা সৃষ্টিকারী গ্রুপ এর মধ্যে প্রতিনিয়ত সংঘাত সংঘর্ষ লেগেই থাকে। সংঘর্ষে বেশিরভাগ সময় স্থানীয়ভাবে দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। সরল ইউনিয়নের এমন পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে নুরুল কবির গ্রুপের পক্ষের দুইজন আসামিকে গ্রেফতার করা হয়। আসামির একজন মাওলানা মোহাম্মদ আবুল হাসান ৫০)। যার নামে একাধিক মামলা রয়েছে এবং অপর ব্যক্তি, শওকত ইসলাম (৩২) যার নামে একটি হত্যচেষ্টার মামলা রয়েছে। এছাড়াও অভিযান চলাকালীন সময়ে ১নং ওয়ার্ড, সরল ইউনিয়নের পুরো এলাকা জুড়ে তল্লাশি চালানোর সময়, বেওয়ারিশ অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে, দুই আসামিকে এবং অত্র এলাকা হতে উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ জব্দ করা হয় এবং র্যাব এর কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে সরল এলাকা হতে আরো অস্ত্র উদ্ধার সংক্রান্তে অভিযান চলমান রয়েছে বলেও জানান সেনাবাহিনী।