পটিয়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যান তহবিল থেকে চিকিৎসা সহায়তার চেক পেয়েছেন পটিয়ার দরিদ্র,অসহায় ও অসুস্থ মানুষেরা। উপজেলার ৩০ জন অসহায়, দরিদ্র, অসুস্থ ও পঙ্গু রোগীর মধ্যে চিকিৎসা সহায়তা হিসেবে তের লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। শনিবার বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে বিজিএমইএ’র সাবেক সহ সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির এ অর্থ সহায়তার চেকগুলো প্রত্যেকের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগ নেতা মোজাহেরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জয়নাল আবেদীন, আশীষ তালুকদার, সবুজ বড়ুয়া,দক্ষিণ জেল যুবলীগের সহ সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহি, মোহাম্মদ নাজিম উদ্দিন,আব্দুল মালেক, নাজিম উদ্দীন তালুকদার, হাজী আরিফুর রহমান শাহ্ মোহাম্মদ ইদ্রিস চৌধুরী, আলী ওসমান, প্রতিমা চৌধুরী,ওসমান গনি, রতন দে, এড. শিমুল দত্ত, জসিম উদ্দিন, নাছির উদ্দিন বাদশা, রঞ্জন বড়ুয়া, হাসিনা আকতার চৌধুরী, শেখ শাখাওয়াত হোসেন খোকন,ফয়েজুল ইসলাম, এস এম পারভেজ, হাবিবুল্লাহ্ মানিক,সাইফুল আলম শাপলা, বেলাল উদ্দিন,ইসমাঈল সওঃ, রিয়াদুর রহমান,নুরুল আফছার, অর্ক মিত্র, ওয়াহিদুল আলম মিন্টু, মঈন উদ্দিন বিপু, ওয়াসিক সাকিব,সেলিম উদ্দিন চৌঃ,বোরহান উদ্দিন ফায়সাল,বেলাল হোসেন মানিক, টিপু, আরমান উদ্দিন রুমেল, ফরিদুল আলম প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাছির বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে। অনলাইনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। ঘরে বসে বিদ্যুৎ,গ্যাস,বিকাশ, নগদ,শিউর ক্যাশ ইত্যাদি মাধ্যমে আর্থিক লেনদেন,মোবাইলে উপবৃত্তির টাকা উত্তোলন ইত্যাদি ডিজিটাল বাংলাদেশের অন্যতম সুফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য কাজ করছেন।তিনি দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ দিয়েছেন। শেখ হাসিনা সরকার মেয়েদের বিনামূল্যে বই বিতরন, বিনা বেতনে পড়ালেখার সুযোগ ও উপবৃত্তির ব্যাবস্থা করেছেন।বয়স্ক ভাতা, মহিলাদের গর্ভকালীন ভাতা,বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা অব্যাহতভাবে দিয়ে যাচ্ছেন। তিন আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থার সৃষ্টি হয়েছে। এর প্রভাব কমবেশি বাংলাদেশেও পড়েছে। যার কারনে সরকার বিনামূল্যে ভিজিডি, ভিজিএফ, ভর্তুকি মূল্যে ওএমএস, টিসিবি ও ১০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম চালু করেছে। আগামী নির্বাচন কে সামনে রেখে তিনি দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।