চন্দনাইশে আ’লীগের শান্তি সমাবেশে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম

চন্দনাইশ প্রতিনিধি

নির্বাচনের আগে জামাত-বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে নেতা-কর্মীদের চাঙ্গা করার মিশনে নেমেছে সরকারি দল। এই লক্ষ্যে তৃণমূল নেতা-কর্মীকে চাঙ্গা করার জন্য সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আ’লীগের শান্তি সমাবেশ ১১ ফেব্রুয়ারি (শনিবার) পৌর দোহাজারী হাজারী শপিং সেন্টার চত্ত্বরে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন আ’লীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সাংসদ, পাট ও বস্ত্র এবং শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মফিজুর রহমান, সাধারণ সম্পাদক- চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু।বক্তব্যে নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে ক্ষমতায় আনার জন্য সরকারের উন্নয়নের বার্তা ভোটারদের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব তৃণমূলকে নিতে হবে। নির্বাচনের আগে জামাত-বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে নেতা-কর্মীদেরকে সাথে থেকে আন্দোলন ও সংগ্রামের মধ্যে রাজপথ দখলে রাখতে চান বলে জানান তাঁরা। সরকার পতনের আন্দোলনের কর্মসূচি দিয়ে বিএনপি মাঠে নামলে পাল্টা কর্মসূচি দিয়ে রাজপথে অবস্থান নিতে হবে বলেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভা আ’লীগের সভাপতি আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান মুরাদ, সহ সভাপতি জামাল উদ্দিন মেম্বার, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগ নেতা নবাব আলী, যুবলীগ নেতা তৌহিদুল আলম, সেচ্ছাসেবকলীগ নেতা ফয়েজ আহমদ টিপু ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেছেন। উক্ত অনুষ্ঠানে নেতা-কর্মীসহ সব শ্রেণি-পেশার জনগণকে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে মিছিলে যোগ দিয়ে শান্তি সমাবেশ ও পদযাত্রায় সফল করার জন্য সভাপতি ধন্যবাদ প্রদান করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.