পটিয়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় দক্ষিণ আশিয়া ফুটবল ক্লাবের আয়োজনে ৩য় বারের মতো অলম্পিক ফুটবল টুনার্মেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দীন। উদ্বোধক ছিলেন আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আশিয়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি মাহাফুজুল আলম চৌধুরী, বিশেষ অতিথি আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক এজাজ, আশিয়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ এরশাদ,যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল, মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান, আশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ গালিব চৌধুরী,আব্দুর রহিম,আশিয়া ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ শাহাজান, মোহাম্মদ জাঙ্গীর, প্রবাসী শাহাদাত হোসেন শেরু, মোহাম্মদ মহিউদ্দিন, কামরুল হাসান সোহান। উপস্থিত ছিলেন সাজ্জাদ শেখ, হৃদয়, ছগির, ইরফান, ওমান,সালাউদ্দীন,ইমতিয়াজ, রিফাত, সিফাত, রিয়াত। খেলায় দক্ষিণ আশিয়া বন্ধন একতা সংঘ ও আশিয়া মল্লাপাড়া আহমদ শাহ স্মৃতি সংঘ প্রতিদ্বন্দ্বিতা করে। আহমদ শাহ স্মৃতি সংঘ ৩-২ গোলে জয় লাভ করে। অনুষ্ঠানে প্রধান অথিতি বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই মুক্তি। খেলাধুলা মানুষের মন ও শরীর দুটোই ভালো রাখে। তিনি কিশোর গ্যাং ও মাদক মুক্ত সমাজ গঠনে এধরণের খেলাধুলা চলমান রাখার জন্য যুব সমাজকে আহবান জানান।

 

মন্তব্য করুন

Your email address will not be published.