নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওঁচিয়া ১নং ওয়ার্ডের আগুনে ক্ষতিগ্রস্ত আবুল হাসেম পাচ্ছেন নতুন ঘর।
বুধবার রাতে এওচিয়ার হালুয়া ঘোনা এলাকার দিনমজুর হাসেমের বাড়িটি সম্পূর্ন পুড়ে ছাইঁ হয়ে যায়।
আগুনে পুড়ে যায় তার পালিত গরুসহ যাবতীয় আসবাবপত্র।
বৃহস্পতিবার (২রা মার্চ) চট্টগ্রাম সংবাদের একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শনে গিয়ে ভিডিও ভার্সনে একটি সংবাদ প্রকাশ করলেই টনক নড়ে জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের।
সেই সংবাদের জেরে আজ শুক্রবার সকালে এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ শতাধিকজনের একটি বহর নিয়ে ছুটে যান অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত আবুল হাসেমের কাছে পরিষদের পক্ষে চাল ও কম্বল প্রদান করার পাশাপাশি চেয়ারম্যান আবু ছালেহ আরো বলেন, আগামি সোমবারের মধ্যে হাসেমের পুড়েঁ যাওয়া বাড়িটি আমি সম্পূর্ণ করে দিব, এমনকী তার ঘরের থালাবাসন ও পরিধানের জন্য কাপড় গুলিও দিব।
এবং আমি সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি তারাও সহযোগিতার হাত বাড়াবেন খুব শীঘ্রই।
এদিকে চেয়ারম্যান আবু ছালেহ এর এমন আশ্বাসে ক্ষতিগ্রস্ত আবুল হোসেনের চোখমুখে আনন্দের অশ্রু পরিলক্ষিত হয়।
আবুল হাসেম বলে চট্টগ্রাম সংবাদের নিউজ প্রকাশের পরে আমার মত একজন নিতান্ত গরীবের ঘরে শতাধিক লোক নিয়ে চেয়ারম্যান এসে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্যি অবিশ্বাস্য আমি ও আমার আজীবন মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা ও চেয়ারম্যানের জন্য দোয়া করে যাব।
এসময় চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এওচিয়ার কৃতিসন্তান রাজিব দাশ ও সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন পরিষদের সকল সদস্যাও সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।