সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন আহমদ ও গণপরিষদ সদস্য আবু ছালেহর শোক সভা সফল করতে উপজেলা আওয়ামী লীগের সব ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালের সিআইপি৷
আগামী ১৭ জুন সাতকানিয়া আদালত মাঠে এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দী নদভী, ১৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুুতুব উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখবেন জেলা উপজেলা নেতৃবৃন্দ।