পটিয়া প্রতিনিধি
বেসরকারি ব্যাংকের অন্যতম ইসলামি ব্যাংক লিমিটেড এর পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসানুল আলম মারুফ।
তিনি চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সাল থেকে এস আলম অ্যান্ড কোং এর চিফ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত থেকে তার পরিবারকে সহযোগিতা করে আসছেন।
তিনি জেনেসিস এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী ও হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান। তিনি টেক্সটাইলস এক্সোসোরিজ অ্যান্ড এ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ডিজাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়াও তিনি ইনফিনিয়া গ্রুপের চেয়ারম্যান ও নরিনকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সম্মানিত পরিচালক।
আহসানুল আলম তার গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্টস এবং ট্রেডিংখাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।