আহসানুল আলম মারুফ ইসলামি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

 

পটিয়া  প্রতিনিধি
বেসরকারি ব্যাংকের অন্যতম ইসলামি ব্যাংক লিমিটেড এর পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসানুল আলম মারুফ।

তিনি চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সাল থেকে এস আলম অ্যান্ড কোং এর চিফ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত থেকে তার পরিবারকে সহযোগিতা করে আসছেন।

তিনি জেনেসিস এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী ও হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান। তিনি টেক্সটাইলস এক্সোসোরিজ অ্যান্ড এ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ডিজাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও তিনি ইনফিনিয়া গ্রুপের চেয়ারম্যান ও নরিনকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সম্মানিত পরিচালক।

আহসানুল আলম তার গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্টস এবং ট্রেডিংখাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.