সৈয়দ আককাস উদদীন
গত (১৭ জুন) রবিবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোসলেম উদ্দিন আহমদ এমপি এবং বীর মুক্তিযোদ্ধা সাবেক এম.এন. এ আবু ছালেহ’র স্বরণ সভা সাতকানিয়া আলিয়া মাদ্রাসায় অনুষ্টিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপি এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-সভাপতি এম. এ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, মোস্তাক আহমদ আঙুর, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদীকা শামীমা হারুন লুবনা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, মোজাম্মেল হক, এডভোকেট আহমদ সাইফুদ্দিন ছিদ্দিকি, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক মো: শাহাজান, জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে. এম আসাদ, চট্টগ্রাম দঃ জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক তুহিন প্রমূখ।