পটিয়া প্রতিনিধি:
পটিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের সাথে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিরা অংশগ্রহণ করেন। উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. হারুনর রশিদ ও সাগর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, রুপাঞ্জলী কর, মো.আলাউদ্দিন, জিসা চাকমা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি স্বপন কান্তি নাথ। প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক প্রনব বড়ুয়া অর্নব,কাউন্সিলর গোফরান রানা, গোলাপুর রহমান মন্জু, আ ন ম সেলিম উদ্দিন চৌধুরী, এম বেলাল উদ্দিন,যদু রন্জন চৌধুরী,দীপক কুমার নাথ, জিল্লুর রহমান, নাসির উদ্দীন, হাজী মোহাম্মদ আলম, এম খোরশেদ গনি, নারায়ণ সেন, দাতা সদস্য জসিম উদ্দিন বাবু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আতিকুল মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও ডিজিটাল করেছেন। যার সুফল শিক্ষার্থী ভোগ করতে পারছে। এক সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে উন্নত করার লক্ষ্যে কাজ করছিলেন। প্রতিটি শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য কাজ করছে সরকার। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও ডিজিটাল করে তুলেছেন। যার কারণে শিশুরা সহজেই মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারছে। আর যারা প্রাথমিক শিক্ষক তারাও শিক্ষা বিস্তারে অক্লান্ত কাজ করে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষকদের সকল প্রকার সুযোগ সুবিধা দিচ্ছেন শেখ হাসিনা সরকার। গেল করোনা মহামারী সময়েও থেমে নেই। প্রতিটি স্কুলে ব্যাপক অনুদান দিয়েছে সরকার। আমি আশা করব আগামীতে প্রাথমিক শিক্ষাকে আরও ত্বরান্বিত করতে শিক্ষকদের পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিরাও অগ্রণী ভূমিকা থাকবে।