ছদাহায় জোরপূর্বক জায়গা দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

 

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড খোদ্দ কেওঁচিয়া এলাকায় হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকা জায়গা দখল চেষ্টার অভিযোগে এলাকার স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

আজ ০৩ ডিসেম্বর রবিবার উপজেলার কেরানীহাট একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তারা।

ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন উপজেলার ছদাহার ৯নং ওয়ার্ডে এঘটনা ঘটে।

সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে এবং সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, খোদ্দ কেওঁচিয়া ৯নম্বর ওয়ার্ডের আলহাজ্ব নজির আহমদ ছিদ্দিকী (৬৫) লিখিত অভিযোগ পত্রে একই এলাকার ৮জনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পত্রে উল্লেখিত বিবাদীরা হলেন, রমজান আলী (৩৪), মোহাম্মদ কামাল (৩৮), আবদুল মতলব(৫০), তানজিনা আক্তার(২৬), রোজিনা বেগম(৩২), চমন খাতুন(৬৫), রিনা আক্তার(৪০), জান্নাতুল ফেরদৌস (২৮)।সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৫ জুন বিকেলে নজির আহমদ জমি চাষের জন্য গেলে দেখতে পাই বিবাদীরা খুটি দিয়ে জমি দখল করে নিয়েছেন। এসময় তার কারন জানতে চাইলে তারা মারধর করতে অপচেষ্টা চালায়। এসময় তারা গালিগালাজ করে প্রাণে মারা ও মিথ্যা মামলা দেওয়ারও হুমকি দেন।

এদিকে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নজির আহমদ ছিদ্দিকী বলেন আমার দখলী ১০০বছরের জায়গায় বিবাদীরা ঝামেলা শুরু করলে আমি মহামান্য হাইকোর্ট থেকে একটি নিষেধাজ্ঞার অর্ডার আনছি।

তিনি আরো বলেন বিবাদীরা ধনেবলে প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসন আমার কথা শুনছেনা।এদিকে স্থানীয় মো:ইলিয়াস তার লিখিত বক্তব্যে বলেন প্রায় ৫০/৬০বছর ধরে জায়গাটা নজির আহমদদের দখলে কিন্তু কামালরা হুট করে কিছুদিন ধরে ঝামেলা শুরু করছে যা আসলে আইনসিদ্ধ নয়।

মন্তব্য করুন

Your email address will not be published.