নারীদের মর্যাদা বৃদ্ধি করতে নৌকাকে জয়ী করতে হবে

পটিয়ায় মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভায় মোতাহের

পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি, চট্টগ্রাম-১২(পটিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সু-নিশ্চিত করেছেন। আগে এই দেশে নারীদের তেমন কোন মর্যদা ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা,সংসদের স্পীকার, বিভিন্ন মন্ত্রনালয়ে একাধিক মন্ত্রী, এমপি, সচিব, ডিসি, এসপি, ইউএনও,চেয়ারম্যান, মেম্বার সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বর্পূণ পদে নারীদের পদায়ন করেছেন। এছাড়াও তিনি নারীদের বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানে দু:স্থনারীদের কল্যানেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, নৌকা এদেশের মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক। এই প্রতীকের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র জনগন মেনে নেবে না। তিনি ষড়যন্ত্রকারীদের চিহিৃত করে নৌকার চলমান গনজোয়ারকে সফলতার দিকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি (১২ডিসেম্বর) মঙ্গলবার পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভায় উপরোক্ত কথা গুলো বলেন। পটিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি নুর নাহার করিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজেদা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব, পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, মুহাম্মদ ছৈয়দ, চৌধুরী আবুল কালাম আজাদ, নুরুল করিম, যুবলীগ নেতা রাজু দাশ হিরো, নুর আলম ছিদ্দিকী, আবু সাদাত সায়েম, রফিকুল আলম, দিদারুল আলম, মহিলা আওয়ামী লীগ নেত্রী জীবন আরা বেগম রুবি, জেসমিন আকতার, কাউন্সিলর বুলবুল আকতার, কাউন্সিলর ইয়াসমিন আকতার চৌধুরী, হোসনে আকতার, রিংকি দেব, রোকসানা, মনজুরা বেগম,রহিমা বেগম, ছকিনা বেগম, রাখি আকতার, রোজি বেগম, ফরিদা ইয়াসমিন, আকলিমা বেগম, হাসিনা বেগম, ফেরদৌস বেগম, রুমা আকতার, বেবী আকতার, ঝর্ণা দত্ত, আমজুমান আরা বেগম, অর্তিকা বড়ুয়া, বিলকিজ বেগম, নার্গিস আকতার, লাভলী বেগম, জোসনা বেগম, মিংকী চৌধুরী, জেসমিন আকতার প্রমুখ। ছবির ক্যাপশন পটিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও আ’লীগের সংসদ পদপ্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী।

মন্তব্য করুন

Your email address will not be published.