সৎ মাকে হত্যা, ২৫ বছর গ্রেপ্তার

চট্টগ্রামের ভূজপুর থানায় করা হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে (৫১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার বেলাল ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাংলাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আমিনুর রহমান।

শনিবার (১৬ ডিসেম্বর) নগরের বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ১৯৯৭ সালে সৎ মাকে হত্যার দায়ে আদালত বেলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত্যার পর থেকে পলাতক ছিলেন বেলাল। গত শনিবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, সৎ মাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল প্রায় ২৫ বছর ধর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়িয়েছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারের পর তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.