পটিয়ায় নৌকার পক্ষে মোতাহেরুল ইসলামের গণসংযোগ

 

পটিয়া প্রতিনিধি

পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ কাপ্তান বাড়ি, ফকিরা মসজিদ, মনসফের দোকান, রশিদাবাদ সুন্নিয়া মাদ্রাসা, বলির বাড়ি মাদ্রাসা, হাওয়া খানা, মহাজন হাট, হিলচিয়া কাজীর মসজিদের সামনে, চামুদরিয়া বাজার,মধ্যম হিলচিয়া, পশ্চিম হিলচিয়া মন্দির, লাওয়ার খীল,কুরাংগিরি দোকানের মোড়, উত্তর পাড়া,দক্ষিণ পাড়া,কুরাংগিরি মাখনের দোকান, মহাজন বাড়ি, বাবুল মেম্বারের বাড়ীর সামনে, মহাজন বাড়ি, আশাতা রাস্তার মাথা ও পূর্ব কালিয়াইশ এলাকায় গণ সংযোগ করেন তিনি।

শোভনদন্ডী ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগ,মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দসহ নৌকার পক্ষে এক হয়েছে নারী-পুরুষ আবাল বৃদ্ধ বণিতা।

এসময় মোতাহেরুল ইসলাম চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,সহ সভাপতি ও বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির, সদস্য ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তিমির বরন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এহসানুল হক, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি দিদারুল হক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান খোকন,,কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য আ ন ম সেলিম,
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: গোলাম কিবরিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মালেক,যুগ্ন সম্পাদক আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মনজুরা বেগম মেম্বার,সাধারণ সম্পাদক রহিমা বেগম,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবীর হোসেন টিপু,সাবেক সভাপতি আমির হোসেন,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক আহমেদ সও.,সাধারণ সম্পাদক যদু চৌধুরী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: নাছির, সাধারণ সম্পাদক আবুল কালাম,আবু তাহের মেম্বার, সামশেদ হিরু মেম্বার, মো : সায়েম মেম্বার, বাবুল মিত্র মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম,উপজেলা কৃষক লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বেলাল উদ্দিন, হারাধন দাশ,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ বিন ফয়সাল, রিয়াজ উদ্দিন রিপন, জালাল উদ্দীন, যুবলীগ নেতা আলতাফ মাহমুদ শান্ত, শাহেদুল ইসলাম শাহেদ,জালাল উদ্দিন, ছাত্রলীগ নেতা ওয়াসিক সাকিব প্রমূখ।

গণসংযোগকালে বিভিন্ন পথ সভায় বক্তারা বলেন,হুইপ সামশুল হক চৌধুরী এমপি এক সময় বিএনপি করতেন। পরে জাতীয় পার্টির হয়ে আওয়ামী লীগের সু সময়ে আওয়ামী লীগে যোগদান করে গত ১৫ বছর আওয়ামী লীগ থেকে এমপি হয়ে সকল সুবিধা গ্রহণ করেছেন। মনোনয়ন না পেয়ে তিনি দলের নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বক্তারা আরও বলেন, তিনি দলের সাথে বেইমানি করতে পারেন না। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সুযোগ সুবিধা দেওয়ার পরিবর্তে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.