প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি মোতাহের সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা উচিত

 

পটিয়া প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সমাজের নানা সমস্যা সম্ভাবনা জাতির সামনে তুলে ধরা। সাংবাদিকরা জাতির বিবেক। কিছু কিছু সাংবাদিক অর্থের বিনিময়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেন। গুটিকয়েক জনের দায় সবার উপর চাপিয়ে দেওয়া যাবেনা। অনেক ভালো মানের সাংবাদিক আছে যাদেরকে যথাযোগ্য সন্মান দেয়া উচিত।

শুক্রবার (৫ মার্চ) পটিয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।
পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল হাকিম রানার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী ,অধ্যাপক আবদুল আলীম,পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল,ইউএনও আলাউদ্দিন ভূঞা জনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ,বীর মুক্তযোদ্ধা সামশুদ্দিন আহমদ,
সিনিয়র সাংবাদিক আসিফ সিরাজ,
চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার,অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল করিম,বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান,
ইদ্রপুল লবন মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই।

 

মন্তব্য করুন

Your email address will not be published.