আদালত অবমাননা করে জমি দখলে নিতে কাউন্সিলরের ওয়াল নির্মাণ

 

চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় আদালতের আদেশ-নিষেধ অমান্য করে জমি দখলে নিতে ইটের গাঁথুনি দিয়ে তড়িঘড়ি করে ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিল মো. পহর উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের সাথে লুকোচুরি করে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান ভুক্তভোগী মো. কাউছার। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পৌরসভার জাসিম কনভেনশন হল সংলগ্ন এলাকায় এই ওয়াল নির্মাণ কাজ করা হচ্ছে।
এর আগে, গত ৩০ মার্চ চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে ভূক্তভোগীগণ মিছ মামলা দায়ের করেন।

 

 

মামলা নং ২৯৩/২০২৪ ইং (চন্দনাইশ) এর ফৌজদারী আইনের ১৪৫ ধারা রক্ষায় পক্ষদ্বয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন আদালত। জানা যায়, তফসিলোক্ত বি.এস ২০৯৬, ২১৫০, ২১৫২, ২১৫৯, ২১৭৩ দাগের সম্পত্তি চন্দনাইশ থানার জামিরজুরী মৌজার নিবাসী মরহুম সৈয়দ আহাম্মদ এর পুত্র রফিক আহাম্মদ এর স্বত্বীয় দখলীয় জমি।

 

তৎমতে উক্ত রফিক আহাম্মদ এর নামে বিএস জরীপের ১৭৩৩ নং খতিয়ান চুড়ান্ত প্রচার আছে। বি.এস রেকডীয় রফিক আহাম্মদ তপসিলোক্ত সম্পত্তিসমূহ অপরাপর সম্পত্তি ভোগ দখলে স্থিত থাকাবস্থায় মৃত্যুবরণ করিলে তৎ স্বত্ব ভোক্তভোগীগণ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত দখলীয় মালিক।

 

 

সোমবার সকাল থেকে কোন স্বর্ত না থাকার পরও ঐ জমিতে জোরপূর্বক ইটের গাঁথুনি দিয়ে ওয়াল নির্মাণ করে দেন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. পহর উদ্দিন।

 

সম্প্রতি ভুক্তভোগীদের মালিকানাধীন জমির উপর নজর পড়ে স্থানীয় কাউন্সিলর নুর আহামদের ছেলে মোঃ পহর উদ্দীন ও মৃত আবদুল কাদেরের ছেলে মোঃ আব্দুল্লাহ। পরে ভুক্তভোগী মৃত রফিক আহাম্মদের স্ত্রী আমেনা খাতুন ও পুত্র মো. কাউছার, মো. মোজাম্মেল হক, এনামুল হক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের আদালতে মোকদ্দমা নং ২৯৩/২৪ দায়ের করেন। বিষয়টি জানতে পেরে ঈদের ছুটিকে সামনে নিয়ে স্থানীয় কাউন্সিলর পহর উদ্দীন গংরা নানা কৌশলে জমিটুকু দখলে নিতে পায়তারা করতে থাকে। কিন্তু হঠাৎ করে সোমবার সকাল থেকে বিরোধপূর্ণ এবং আদালতের নিষেধ থাকা ওই জমিতে পারিবারিক সূত্রে জমির মালিক দাবী করে লোকজন নিয়ে ওয়াল নির্মাণ করে দেন কাউন্সিলর পহর উদ্দিন। এ সময় ভুক্তভোগীরা বাঁধা দিতে গেলে তাদেরকে নানা ধরনের হুমকি দিয়ে চলে যায় বিবাদীগণ।

 

 

জমির মালিক মো. কাউছার বলেন, ক্ষমতার জোর কাটিয়ে তাদের জমিতে ইটের গাঁথুনি দিয়ে ওয়াল নির্মাণ করে জমি দখলে নিচ্ছে স্থানীয় কাউন্সিলর পহর উদ্দীন। কল দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দিলেও তারা লুকোচুরি করে কাজ চালিয়ে যাচ্ছে। বাঁধা দিতে গেলে নানা ভাষায় গালাগাল এবং প্রাণ নাশের হুমকি দেন তাদের।
এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর মো. পহর উদ্দীন বলেন, তার দাদার ঐ সম্পত্তিতে তাদের স্বর্ত আছে। সব সম্পত্তি তার বাবার সৎ ভাইয়েরা দখলে রাখছে। ২৫ বছর আগে ঘর ছাড়া তার বড় ভাইসহ পৈত্রিক স্বর্ত বুঝিয়ে না দেওয়ায় তাদের অংশে ওয়াল নির্মাণ করছে।

 

চন্দনাইশ থানার এসআই গোবিন্দ কুমার শর্মা বলেন, ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় তারা। এ ঘটনায় আদালতের আদেশ বাস্তবায়নে ১ এপ্রিল পক্ষগণকে নোটিশ প্রদানের মাধ্যমে আদালতের আদেশের কথা জানিয়ে দেওয়া হয়।

 

কোর্টে বিষয়টি নিয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। উভয় পক্ষ আইন শৃঙ্খলার রক্ষার্থে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য আদেশ দেন। পরবর্তী ধার্য্য তারিখ ১১ জুন ২০২৪ইং এর আগে হাজির হয়ে তাদের বক্তব্য আদালতকে জানাতে বলেন। এর আগে এমন কাজ করার বিষয়টি আদালত দেখবে বলে উল্লেখ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.