টেকনাফের নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ এক রাখাইন নারীর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া রাখাইন পল্লীর থোয়াইনচা অংয়ের স্ত্রী মাগংঅং (৫১)।
নিহতের স্বামী থোয়াইনচা অং জানান, সোমবার সকালে কাঁকড়া ধরতে নাফনদীর কেওড়া বাগানের দিকে যান মাগংঅং। কিন্তু দীর্ঘক্ষণ বাড়িতে ফিরে না আসায় নদীর বিভিন্ন অংশে খোঁজ করা হয়। একপর্যায়ে নিখোঁজের ১৪ ঘণ্টা পর রাত ৮টার দিকে নাফনদীর হ্নীলা অংশে তার মরদেহ ভাসতে দেখা যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, নাফনদী থেকে মাগংঅংয়ের মরদেহ উদ্ধারের পর আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।