কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুন) সকালে হলদিয়াপালং ইউনিয়নের একটি মাছের প্রজেক্ট থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন মরিচ্যা বাজারের আশপাশে ঘোরাফেরা করতেন।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যানের ফোন পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।