শাহ সূফী আমানত খান (রহ.)’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

অলিয়ে কামেল কুতুবুল আকতাব হযরত শাহ সূফী আমানত খান (রহ.)’র বার্ষিক ওরশ শরীফ শনিবার (৮ জুন) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের অন্যতম সাজ্জাদানশীন বাবাজান কেবলার আওলাদ পীরে তরীক্বত আলহাজ্ব শাহ্ সূফী শাহজাদা হাকিম ইজাজউদ্দীন মুহাম্মদ আজিম খান (মজিআ)। তিনি বলেন, ‘মজলুমদের জালিমের হাত থেকে রক্ষা করতে চট্টগ্রাম শহরে কুতুবিয়তের দায়িত্ব নিয়ে আসেন হযরত শাহ্ আমানত খান (রহ:)। যখন থেকে চট্টগ্রাম শহরের কুতুবিয়তের দায়িত্বে আরোহন করেন সেই সময় থেকে আজ চট্টগ্রাম নগরী তিলোত্তমা নগরীতে পরিণত হয়ে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে উঠে।’

তিনি আরও বলেন, ‘আজ এ মহান অলিয়ে কামেলের বার্ষিক ওরশ শরীফের আয়োজন করতে পেরে আমরা বাবাজান কেবলার শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের ওরশ শরীফের দেশের প্রত্যন্ত অঞ্চল হতে আগত বাবাজান কেবলার আশেক ভক্তরা দলে দলে যোগদান করে আজকের ওরশ শরীফকে সফল করে তোলার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।’

ওরশ শরীফের আখেরী মোনাজাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদা মুহাম্মদ ফাইয়াজ আদহাম খানসহ দরবারের আওলাদগণ, গণ্যমান ব্যক্তি ও ভক্তআশেকবৃন্দ। পরিশেষে আগত ভক্তদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.