১৪ দিনে চট্টগ্রামে গ্রেপ্তার ৯৬৬

কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় নগর ও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আরও ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নগর থেকে ৩৪ জন এবং জেলা এলাকা থেকে ১২ জন। এ নিয়ে গত ১৪ দিনে চট্টগ্রামে মোট ৯৬৬ জন গ্রেপ্তার করল পুলিশ।

নগরের বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় (২৯ জুলাই সকাল ৮টা থেকে ৩০ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ৩৪ জন ‘নাশকতাকারীকে’ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

চট্টগ্রাম নগরে বিভিন্ন থানায় দায়ের হওয়া ২২টি মামলায় গত ১৪ দিনে ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ১৪ দিনে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া ১১টি মামলায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.